My Poems
পিপীলিকা
একটি চতুর্দশপদী সনেট
রক্তিম সেন
বহু দূরে দেখা যায় জ্বলিছে জঙ্গল।
জন্তু জানোয়ার যত বাঁচিতে পালায়।
রোষ বাড়ে প্রতিক্ষণ, অনাবৃষ্টি তরে
সে আগুন যে দ্বিগুণ, প্রতি পলে ছায়।
শিয়াল এখন রাজা, ভাবে অনুক্ষণ,
পশু-হীন রাজ্য দীন- কেমনে চলিবে?
রাজ জ্যোতিষীরে তাই করিল আদেশ,
কহ গিয়া, “এ আগুন সত্তর নিভিবে।।”
দেখিয়া আগুন বাড়ে দিক নির্বিশেষে
কেহ ভাবে জ্যোতিষী কি বকিছে প্রলাপ?
এক দল পিপীলিকা, কহে রেগে-হেসে,
রাজ জ্যোতিষীর কথা না শোনা যে পাপ!
সানন্দে ধাইল তারা আগুনের ওরে।
পিপীলিকা পাখা মেলে মরিবার তরে।